Japan Occupation of Malaya

জাপান সম্রাজ্যের মালায়া দখল

উনিশ শতকের শেষের দিকে এবং বিশ শতকের প্রথমার্ধে মালয় উপদ্বীপ দক্ষিণ-পূর্ব এশিয়ার মতো উপনিবেশিক শাসনের অধীনে ছিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ১৯৪১ সালের ৮ ডিসেম্বর জাপানি সেনাবাহিনী ব্রিটিশ মালায়া এবং স্ট্রেইট সেটেলমেন্ট আক্রমণ করে। ১৬ ডিসেম্বর জাপান স্ট্রেইট সেটেলমেনন্টের অধীনে থাকা পেনাং দখল করে নেয়। এরপর ১৫ জানুয়ারী মালাক্কা এবং ১৫ ফেব্রুয়ারী সিঙ্গাপুর জাপানিদের অধীনে চলে যায়। যুদ্ধের সমাপ্তির (আগস্ট ১৯৪৫) পূর্ব পর্যন্ত স্ট্রেইট সেটেলমেন্ট এবং মালায়া উপদ্বীপের বাকী অংশগুলো জাপানের দখলে ছিল।

মালায়া দখলের পর ১৯৪২ সালে জাপানিরা তাদের নিজস্ব নোট চালু করে। জাপানিজ ডলার হচ্ছে জাপানের নতুন প্রসারিত সাম্রাজ্য জুড়ে ইস্যু করা বিভিন্ন ধরণের নোটের অন্যতম একটি নোট। জাপান সম্রাজ্য একই রকম মুদ্রা বার্মায় (জাপানি রুপির হিসাবে), ডাচ ইস্ট ইন্ডিজে (জাপানি গুল্ডেন / রোপিয়াহ হিসাবে), ফিলিপাইনে (জাপানী পেসো হিসাবে) এবং বিভিন্ন পলিনেশীয় অঞ্চলগুলিতে (জাপানি পাউন্ড হিসাবে) ইস্যু করা হয়েছিল।

মালায়া দখলের আগে ১৯৪১ সালে মালায়ায় প্রায় ২১৯ মিলিয়ন ডলার সার্কুলেশনে ছিল। জাপানিদের হিসাবে তারা প্রায় ৭,০০০ থেকে ৮,০০০ মিলিয়ন ডলার ইস্যু করে। বেশকিছু জাপানি সেনাবাহিনীর ইউনিট মোবাইল নোট প্রিন্টিং প্রেসের মাদ্ধমে নিয়মিত নোট ছাপাতো কিন্তু সঠিকভাবে হিসাব না রাখার কারণে ঠিক কত নোট প্রিন্ট হয়েছিল তার পরিপূর্ণ সংখ্যা জানা যায়নি। পরবর্তীতে মালয়া জাপানিদের থেকে স্বাধীন হবার পর জাপানিদের হাতে ছিল ৫০০ মিলিয়ন ডলারের অব্যবহৃত নোট। যুদ্ধের চূড়ান্ত মাসগুলিতে নোটগুলির অনিয়ন্ত্রিত প্রিন্টিংয়ের ফলে যুদ্ধের শেষে জাপানিদের অর্থ অকেজো হয়ে যাওয়ার কারণে প্রবল মুদ্রাস্ফীতি তৈরি হয়।

জাপান সরকার-দ্বারা ইস্যু করা জাপানিজ ডলার ১৯৪২ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ইম্পেরিয়াল জাপান-অধিকৃত সিঙ্গাপুর, মালয়, উত্তর বোর্নিও, সারাওয়াক এবং ব্রুনাইয়ের অঞ্চলগুলিতে ব্যবহার হতো। এই নোটগুলিকে আঞ্চলিকভাবে ব্যানানা মানি (banana money) বলা হতো। মূলত ১০ ডলারের নোটের উপর কলা গাছের ছবির জন্যেই এই নামকরণ হয়েছিল।

তবে মজা ব্যাপার হচ্ছে জাপান সরকারের ইস্যু করা নোট হলেও নোটগুলিতে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়েছে। প্রতিটি নোটের সামনের এবং পিছনের ডিজাইন ভিন্ন। নোটের নীচের অংশে অর্থ মন্ত্রণালয়ের সিলসহ আবদ্ধ বাক্সে জাপানি ভাষায় "গ্রেট ইম্পেরিয়াল জাপান সরকার (Government of Great Imperial Japan)" লেখা থাকতো। মালায়া, সিঙ্গাপুর, ব্রুনেই, সারাওয়াক এবং উত্তর বোর্নিওতে প্রচলনের জন্য ইস্যুকৃত নোটগুলিতে "M" দিয়ে শুরু হওয়া দুই বর্ণের ব্লক লেটারের কোড ব্যবহার করা হতো।




1 Dollar
Banana Money, with watermark
Size: 140mm × 67mm
Issued by: Japanese Government
Year: 1942-1945




10 Dollars
Banana Money, Block letters without serial #, 
sloping upstrokes and downstrokes on 'M' in Block letter
Size: 160mm × 78mm
Issued by: Japanese Government
Year: 1942-1945




100 Dollars
Banana Money, with watermark,
'M' with vertical upstroke and downstroke
Size: 170mm × 82mm
Issued by: Japanese Government
Year: 1944




Post a Comment

0 Comments